জুলাই গণঅভ্যুত্থানে কাশিমপুর কারাগার থেকে পালানো আসামি সৈকত গ্রেফতার

- আপডেট: ১১:৫৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গতবছর জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনুকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এ তথ্য জানান।
তিনি জানান, সৈকত মিয়া ১৩ বছর বয়সী এক নাবালিকা শিশুকে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি (নং-৫৫৩১/এ)। গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে তিনি অন্যান্য কয়েদিদের সঙ্গে যোগসাজশে কারারক্ষীদের জিম্মি করে কারাগারের গেট ভেঙে পালিয়ে যান। এ সময় কাশিমপুর কারাগারে ব্যাপক দাঙ্গা ও হাঙ্গামার ঘটনা ঘটে।
এই ঘটনার পর গাজীপুরের কোনাবাড়ী থানায় তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয় (নম্বর-০৪, তারিখ ১৫ আগস্ট ২০২৪)। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ৩০০ ফিট সড়কের প্রথম যাত্রীছাউনির সামনে থেকে সৈকত মিয়াকে গ্রেফতার করা হয়।