৪টি ডাকাতি মামলার রহস্য উদঘাটন: এএসআই জাহাঙ্গীর আলমের প্রশংসনীয় সাফল্য
- আপডেট: ১১:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০২৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলার এএসআই মো.জাহাঙ্গীর আলম আধুনিক তথ্য প্রযুক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে পরপর চারটি গুরুত্বপূর্ণ ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
উল্লেখযোগ্য মামলাগুলো হলো: সোনাইমুড়ী থানার মামলা নম্বর ২০/৮/২০২৫,সেনবাগ থানার মামলা নম্বর মামলা ২৫/০৮/২০২৫,বেগমগঞ্জ মডেল থানার মামলা ২৬/০৮/২০২৫ ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার মামলা নং-১২।
জানা গেছে,তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব ঘটনায় জড়িত মূল আসামী আমিনুল ইসলাম (২৫)কে নারায়ণগঞ্জ এলাকা থেকে সফলভাবে গ্রেফতার করেন এএসআই জাহাঙ্গীর।
গ্রেফতারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত ও লুণ্ঠিত মালামাল যেমন:একটি হাতঘড়ি,বেসলাইট,মোবাইল ফোন,নগদ অর্থ ও টি-শার্ট উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামী আমিনুল ইসলাম বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে উল্লিখিত চারটি মামলার ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করে।
এই গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনায় সফলতা অর্জন করায় নোয়াখালী জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক মাসিক কল্যাণ সভায় এএসআই মো.জাহাঙ্গীর আলমকে পুরস্কৃত করেন।
এ ধরনের পেশাদারিত্বপূর্ণ এবং দায়িত্বশীল আচরণ আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















