০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

অস্ত্র-মাদক ও দুষ্কৃতিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযানের প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার

  • আপডেট: ০৭:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০৩৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অস্ত্র,মাদক ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযানকে প্রশংসনীয় উল্লেখ করে বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে অধিনায়ক সম্মেলন শেষে ব্রিফিংয়ে তিনি এ প্রশংসা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৫ আগস্টের আগে র‌্যাবের যে কর্মকাণ্ড ছিল এখন সেটি নেই। এখন তাদের কার্যক্রম সবার কাছে প্রশংসিত হচ্ছে। র‌্যাব খুব ভালোভাবে কাজ করছে, তাদের পারফরম্যান্স অনেক ভালো। অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে র‍্যাবের যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে সেগুলো প্রশংসার দাবিদার।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি র‌্যাবের অধিনায়ক ও বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান।

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় হয়তো ছোটখাটো দু-একটি ঘটনা ঘটতে পারে। সেটা হয়তো অসাবধানতাবসত হতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, পঞ্চগড়ের একটি ঘটনা নিয়ে পাশ্বর্বর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা সংবাদ প্রচার করছে। ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের (সাংবাদিক) পাল্টা সত্য সংবাদ প্রচার করতে হবে। একইসঙ্গে পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে যারা অবসরে গেছেন, এখন আবার তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে। এ ধরনের নিয়ম আগেও ছিল, এখনও আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অস্ত্র-মাদক ও দুষ্কৃতিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযানের প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট: ০৭:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অস্ত্র,মাদক ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযানকে প্রশংসনীয় উল্লেখ করে বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে অধিনায়ক সম্মেলন শেষে ব্রিফিংয়ে তিনি এ প্রশংসা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৫ আগস্টের আগে র‌্যাবের যে কর্মকাণ্ড ছিল এখন সেটি নেই। এখন তাদের কার্যক্রম সবার কাছে প্রশংসিত হচ্ছে। র‌্যাব খুব ভালোভাবে কাজ করছে, তাদের পারফরম্যান্স অনেক ভালো। অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে র‍্যাবের যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে সেগুলো প্রশংসার দাবিদার।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি র‌্যাবের অধিনায়ক ও বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান।

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় হয়তো ছোটখাটো দু-একটি ঘটনা ঘটতে পারে। সেটা হয়তো অসাবধানতাবসত হতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, পঞ্চগড়ের একটি ঘটনা নিয়ে পাশ্বর্বর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা সংবাদ প্রচার করছে। ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের (সাংবাদিক) পাল্টা সত্য সংবাদ প্রচার করতে হবে। একইসঙ্গে পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে যারা অবসরে গেছেন, এখন আবার তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে। এ ধরনের নিয়ম আগেও ছিল, এখনও আছে।