শারদীয় দুর্গাপূজা:নিরাপত্তায় প্রস্তুত রিজার্ভ ফোর্স, থাকছে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ও বিশেষ চেকপোষ্ট
- আপডেট: ০৬:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের বিশেষ নিরাপত্তা জোরদার করেছ র্যাব-৩।
এরই মধ্যে পূজামন্ডপ এবং তৎসংলগ্ন এলাকায় রোবাস্ট টহল মোতায়েন এবং বিশেষ চেকপোষ্ট স্থাপন ও ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে উদ্ভত পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়নের প্রতিটি ক্যাম্পে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও যেকোন ধরণের গুজব/উস্কানিমূলক মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টীম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে বলেও জানানো হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদে এক সংবাদ সন্মেলনে এসব জানান র্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
মোহাম্মদ সাকিব হোসেন বলেন,সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে বিশেষ নিরাপত্তা জোরদার করেছ র্যাব-৩। এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় আইন -শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে বিশেষ চেকপোষ্ট ও রোবাষ্ট পেট্রোলিং পরিচালনা চলমান রেখেছে।
তিনি বলেন,শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ সেপ্টেম্বর হতে ২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে র্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। পূজা শুরুর পূর্বে নিরাপত্তার প্রস্তুতি হিসেবে র্যাব-৩ এর আওতাধীন পূজামন্ডপ এবং তৎসংলগ্ন এলাকায় রোবাস্ট টহল মোতায়েন এবং বিশেষ চেকপোষ্ট স্থাপন ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত তদারকির কার্যক্রম শুরু করা হয়েছে। তদারকির অংশ হিসেবে পূজামন্ডপে দর্শনার্থীদের ইন-আউট গেইট ও অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত বিষয়সমূহ তদারকি করা হচ্ছে। এছাড়াও যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনার প্রতিরোধ এবং শান্তি শৃঙ্খলা নিশ্চিত করনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পূজা মন্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং করার জন্য র্যাব ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং যে কোন ধরনের উদ্ভত পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যাটালিয়নের প্রতিটি ক্যাম্পে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
গুজব উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রতিরোধের তথ্য জানিয়ে তিনি বলেন,যেকোন ধরণের গুজব/উস্কানিমূলক মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টীম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।
দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষে নাশকতার চেষ্টা করছে এমন কোন তথ্য পেলে তাৎক্ষনিক আইনের আওতায় নিয়ে আসা হবে।




















