০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

উপকূলের ২২৪ পূজা মন্ডপের নিরাপত্তা দিচ্ছে কোস্ট গার্ড

  • আপডেট: ০৭:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ২২৪টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্ট কার্ড।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়,গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকারের নির্দেশনা মোতাবেক উপকূলীয় অঞ্চলের ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড।

সিয়াম-উল-হক জানান,উপকূলীয় এলাকাসমূহের মধ্যে কোস্ট গার্ড ঢাকা জোন ৪৩ টি, পূর্ব জোন (চট্টগ্রাম) ৫৬ টি, পশ্চিম জোন (মোংলা) ৪৫ টি ও দক্ষিণ জোন (ভোলা) ৮০ টি, সর্বমোট ২২৪ টি মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্ট গার্ড।

এছাড়া পূজামণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজ করতে নদী ও নদী তীরবর্তী এলাকায় বিশেষ টহল এবং প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনো প্রকার দূর্ঘটনা এড়াতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়,প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড। পাশাপাশি প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে। এছাড়াও যেকোন জরুরি প্রয়োজনে আমাদের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে,তাদের দুর্গাপূজা কেন্দ্রীক নিরাপত্তামূলক কার্যক্রম গত রবিবার শুরু হয়েছে, যা প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উপকূলের ২২৪ পূজা মন্ডপের নিরাপত্তা দিচ্ছে কোস্ট গার্ড

আপডেট: ০৭:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ২২৪টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্ট কার্ড।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়,গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকারের নির্দেশনা মোতাবেক উপকূলীয় অঞ্চলের ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড।

সিয়াম-উল-হক জানান,উপকূলীয় এলাকাসমূহের মধ্যে কোস্ট গার্ড ঢাকা জোন ৪৩ টি, পূর্ব জোন (চট্টগ্রাম) ৫৬ টি, পশ্চিম জোন (মোংলা) ৪৫ টি ও দক্ষিণ জোন (ভোলা) ৮০ টি, সর্বমোট ২২৪ টি মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্ট গার্ড।

এছাড়া পূজামণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজ করতে নদী ও নদী তীরবর্তী এলাকায় বিশেষ টহল এবং প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনো প্রকার দূর্ঘটনা এড়াতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়,প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড। পাশাপাশি প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে। এছাড়াও যেকোন জরুরি প্রয়োজনে আমাদের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে,তাদের দুর্গাপূজা কেন্দ্রীক নিরাপত্তামূলক কার্যক্রম গত রবিবার শুরু হয়েছে, যা প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।