কোতোয়ালী থানাধীন পূজামণ্ডপ পরিদর্শনে রাঙ্গামাটির পুলিশ সুপার
- আপডেট: ১০:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০৫৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে পূজায় আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “সবার সহযোগিতায় পূজার নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করা হবে।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন উপস্থিত ছিলেন।




















