শিরোনাম:  
                                    
                            
                                কাঁচপুরে চাপাতিসহ ছিনতাইকারী আটক
 
																
								
							
                                - আপডেট: ০৫:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১৮০২১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় চাপাতিসহ এক ছিনতাইকারীকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৩)।
শুক্রবার (১০ অক্টোবর) হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম এ তথ্য জানান।
তিনি জানান,চট্টগ্রামগামী একটি পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন-১২-২৪২৯) ব্রিজে জ্যামে আটকে থাকাকালে দুই ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে চালক ও হেলপারকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে। এ সময় পুলিশ উপস্থিত হয়ে এক ছিনতাইকারীকে আটক করে,অপরজন পালিয়ে যায়।
আটককৃতকে সোনারগাঁও থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 
																			 
																		




















