‘পিজি হাসপাতালে আনসার সদস্যদের ভূমিকা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে’
 
																
								
							
                                - আপডেট: ০৮:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১৮০৩০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি) প্রাঙ্গণে ঘটে যাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনায় আনসার সদস্যদের ভূমিকা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবী করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এছাড়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদমাধ্যমে এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন বাহিনী।
শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের ক্যান্সার ভবনে আল্ট্রাসনোগ্রাম সেবা নিতে আসা রোগীদের মধ্যে দৈনিক সীমা পূর্ণ হওয়ার কারণে ছোটখাটো বাগবিতণ্ডা সৃষ্টি হয়। দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে পৃথক করেন।
এরপর হাসপাতালের রেজিস্ট্রার কক্ষে অনধিকার প্রবেশ করে দুই ব্যক্তি উত্তেজনাপূর্ণ আচরণ শুরু করেন। আনসার সদস্যরা মব নিয়ন্ত্রণে এনে চিহ্নিত দুইজনকে শাহবাগ থানায় হস্তান্তর করেন।
প্রেস রিলিজে আরও বলা হয়েছে,দায়িত্বে থাকা আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব,ধৈর্য ও সংযম প্রদর্শন করেছেন। কোনো সাংবাদিককে বাধা প্রদান বা সংবাদ প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছে। সরকারি স্থাপনা,চিকিৎসা প্রতিষ্ঠান ও জনস্বার্থ সংশ্লিষ্ট স্থানে তাদের সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এতে তীব্রভাবে জানানো হয়েছে,বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে যে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে,তা প্রত্যাহার করা হোক।

 
																			 
																		




















