মিরপুর বিআরটিএতে দালাল বিরোধী অভিযান, চার দালালের কারাদণ্ড
- আপডেট: ০১:১৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৮০১৭
আলী নাঈম
মিরপুর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে। একমাস করে বিনাশ্রম কারাদণ্ড।
ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অধীনে আনসার কমান্ডার (পিসি) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে সদস্যদের অভিযান চালিয়ে ৪ জন দালালকে আটক করেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার চারজনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত দালালরা হলো, মিরপুর সেনপাড়া ইমান আলীর ছেলে মো. নুর আলম জিকু (৩৭), মিরপুর কালশী এলাকার মোহাম্মদ সোহরাব (৫৩), কাফরুল কচুক্ষেত এলাকার মোহাম্মদ রইচ (৪০) ও গাজীপুর টঙ্গী স্টেশন রোডের আবুল কালাম (২৫)।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের মিরপুর বিআরটিএ’র আদালত – ৬ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের অধীনে আনসার কমান্ডার (পিসি) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ৪ জন দালালকে আটক করেছেন। আটককৃতরা হলো, মো. নুর আলম জিকু, মোহাম্মদ সোহরাব , মোহাম্মদ রইচ ও আবুল কালাম। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত দালালদেরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কাফরুল থানায় হস্তান্তর করেন। সূত্রে জানা গেছে, গত ৩ মাসে মিরপুর বিআরটিএ থেকে ৭০ জন দালালকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, বিআরটিএতে দালালদের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত থাকবে। আনসার কমান্ডার মোহাম্মদ সোহেল রানা জানান, আমরা সব সময় দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছি এবং অব্যাহত থাকবো।





















