ফতুল্লায় বিপুল ভারতীয় শাড়ি জব্দ,দুই পাচারকারী আটক
- আপডেট: ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় সাড়ে ৮৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক ফতুল্লা থানার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে ৬২০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮৫ লাখ ৫৯ হাজার টাকা। এ সময় ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পাচার কাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”





















