নোয়াখালীতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
- আপডেট: ০৬:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
থাকবে পুলিশ জনপদে,ভোট দিবেন নিরাপদে”— এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় শুরু হয়েছে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের (৩য় ব্যাচ) উদ্বোধন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মো.আব্দুল্লাহ্-আল-ফারুক।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন,নির্বাচন জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পেশাদারিত্ব,নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনই হতে হবে পুলিশের মূল লক্ষ্য।
তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগসহকারে প্রশিক্ষণ গ্রহণ করে তা বাস্তব কর্মকাণ্ডে প্রয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম।
এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনে আরও দক্ষ,দায়িত্বশীল ও পেশাদার হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করা হয়।




















