১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সাংবাদিকপুত্র মোহাম্মদ নাফিছুর রহমান এর জন্ম বার্ষিকী পালন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

  • আপডেট: ০১:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১৮০৩১

‎‎মোহাম্মদ হায়দার আলী (এম.এ):


‎সরকারী মিডিয়া তালিকাভুক্ত অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়িত জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক পত্রিকা চেকপোস্ট এর ভ্রাম্যমাণ প্রতিনিধি, বাংলাদেশ সাংবাদিক ক্লাব এর কেন্দ্রীয় অর্থ সচিব সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ), (এম.এফ) এর প্রথম পুত্র মোহাম্মদ নাফিছুর রহমান এর ৪র্থ জন্ম বার্ষিকী পালন উপলক্ষে গত ১৪ ই অক্টোবর ২০২৫ইং,২৯ শে আশ্বিন ১৪৩২ বাংলা,২১ শে রবিউস সানি ১৪৪৭ হিজরী রোজ মঙ্গলবার আন-নাফিছ ইসলামী রিসার্চ সেন্টার অফিসে একটি দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

মাহফিলে মুহাম্মদ নাফিছুর রহমান এর জন্য দোয়া করা হয়। একই সাথে তার মা-বাবা, দাদা-দাদী,নানা-নানি সহ সকল মুরব্বিদের জন্য ও সকল মরহুমগনের জন্য দোয়া করা হয়। সাংবাদিকপুত্রের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তার মৌলা দাদা মৌলানা মুহাম্মদ ফোরকান আহমদ (মাঃ) প্রকাশ ফোরকান স্যার। এসময় আরও উপস্থিত ছিল তার আরেক দাদা মুহাম্মদ রুহুল কাদের, ছোট দাদা মৌলানা সিহাব উদ্দীন,অপর এক দাদা মুহাম্মদ এহসান,পিতা সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ),রেফায়েত, শিফাত,সহ আরও অনেকে। ঘরোয়া পরিবেশে সাংবাদিক পুত্রের জন্মদিন পালনে তার দাদী, নানী, খালা, ফুফু, চাচারাও উপস্থিত ছিল। সাংবাদিকপুত্র নাফিছুর রহমান এর জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন তার মা সাংবাদিকপত্নি রওশন আক্তার মিহির (এম.কম) সরকারী হাজী মহসিন কলেজ, চট্টগ্রাম। সাংবাদিক হায়দার আলী (এম.এ) তার প্রথম সন্তানের জন্য নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন একই সাথে সকলের নিকট দোয়া চেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাংবাদিকপুত্র মোহাম্মদ নাফিছুর রহমান এর জন্ম বার্ষিকী পালন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

আপডেট: ০১:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

‎‎মোহাম্মদ হায়দার আলী (এম.এ):


‎সরকারী মিডিয়া তালিকাভুক্ত অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়িত জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক পত্রিকা চেকপোস্ট এর ভ্রাম্যমাণ প্রতিনিধি, বাংলাদেশ সাংবাদিক ক্লাব এর কেন্দ্রীয় অর্থ সচিব সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ), (এম.এফ) এর প্রথম পুত্র মোহাম্মদ নাফিছুর রহমান এর ৪র্থ জন্ম বার্ষিকী পালন উপলক্ষে গত ১৪ ই অক্টোবর ২০২৫ইং,২৯ শে আশ্বিন ১৪৩২ বাংলা,২১ শে রবিউস সানি ১৪৪৭ হিজরী রোজ মঙ্গলবার আন-নাফিছ ইসলামী রিসার্চ সেন্টার অফিসে একটি দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

মাহফিলে মুহাম্মদ নাফিছুর রহমান এর জন্য দোয়া করা হয়। একই সাথে তার মা-বাবা, দাদা-দাদী,নানা-নানি সহ সকল মুরব্বিদের জন্য ও সকল মরহুমগনের জন্য দোয়া করা হয়। সাংবাদিকপুত্রের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তার মৌলা দাদা মৌলানা মুহাম্মদ ফোরকান আহমদ (মাঃ) প্রকাশ ফোরকান স্যার। এসময় আরও উপস্থিত ছিল তার আরেক দাদা মুহাম্মদ রুহুল কাদের, ছোট দাদা মৌলানা সিহাব উদ্দীন,অপর এক দাদা মুহাম্মদ এহসান,পিতা সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ),রেফায়েত, শিফাত,সহ আরও অনেকে। ঘরোয়া পরিবেশে সাংবাদিক পুত্রের জন্মদিন পালনে তার দাদী, নানী, খালা, ফুফু, চাচারাও উপস্থিত ছিল। সাংবাদিকপুত্র নাফিছুর রহমান এর জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন তার মা সাংবাদিকপত্নি রওশন আক্তার মিহির (এম.কম) সরকারী হাজী মহসিন কলেজ, চট্টগ্রাম। সাংবাদিক হায়দার আলী (এম.এ) তার প্রথম সন্তানের জন্য নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন একই সাথে সকলের নিকট দোয়া চেয়েছেন।