১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

  • আপডেট: ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন তিনি।

জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন জানান,ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বের হয়ে ঘটনাস্থলের দিকে অল্প দূর এগিয়ে যান। হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়ে তার মাথায় আঘাত লাগে,এতে তিনি গুরুতর আহত হন।

প্রথমে স্থানীয় একটি ট্রমা সেন্টারে নেওয়ার পর অবস্থার অবনতি হলে জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.ফারুক জানান,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট: ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন তিনি।

জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন জানান,ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বের হয়ে ঘটনাস্থলের দিকে অল্প দূর এগিয়ে যান। হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়ে তার মাথায় আঘাত লাগে,এতে তিনি গুরুতর আহত হন।

প্রথমে স্থানীয় একটি ট্রমা সেন্টারে নেওয়ার পর অবস্থার অবনতি হলে জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.ফারুক জানান,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।