সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি
- আপডেট: ০৮:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার।
বুধবার(৫ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বদলির আদেশ অনুযায়ী, সিরাজগঞ্জের বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে এন্টি টেররিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার, কুড়িগ্রাম রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সোহেল উদ্দিনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামানকে সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাবে, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আবুল বাশারকে সিআইডির সহকারী পুলিশ সুপার, কুড়িগ্রাম নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোজাম্মেল হককে টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিনকে ডিএমপির সহকারি পুলিশ সুপার ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সংযুক্ত মো. শাহ আলম মৃধাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।




















