পল্টনে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
- আপডেট: ০৭:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর পল্টন এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)
গ্রেফতারকৃতের নাম মো. নুর হোসেন (৬০)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিবি সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নুর হোসেনের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর হোসেন জানিয়েছে,সে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















