০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

  • আপডেট: ০২:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,মো.জাহিদ ( ২৫),মো.রায়হান ( ২৮), হৃদয় হোসেন মিরাজ (১৭),মো. জাহিদ ( ৩৫),মো.লাড্ডু (৪০),মো.রনি (২২),মো.শুভ (৩০),মো.আকাশ (১৯), মো.জসিম ( ৩০),মো.রাসেল ( ২৮),মো.আবুল কালাম আজাদ ( বয়স উল্লেখ নাই),মো.পিয়াজ সুজন (বয়স উল্লেখ নাই),মো.আরমান (বয়স উল্লেখ নাই),নূর মোহাম্মদ চৌধুরী উরফে মারুফ (বয়স উল্লেখ নাই),মো.শফিক গালি (বয়স উল্লেখ নাই),মো.মুন্না সরদার (বয়স উল্লেখ নাই),
মো.মোশারফ হোসেন উরোপে এসকে (২৬),মো.উজ্জ্বল হোসেন (২৯),মো.রবিন মিয়া (২১),আলামিন ( ২৯),মো. জামান (৩০),আব্দুর রহিম ( ৫৫),আকাশ খন্দকার ( ৩২),
মো.গোলাম মুর্শিদ আকাশ উরফে রাসেল (২২),মো.ইউসুফ ওরফ কোবরা ইউসুফ ( ৪৬),মো.লাল (২১),মো.আকরাম হোসেন ( ২৫),মো.শাহিন খান (৩৫),মো.ওমর ফারুক ( ১৮),রাকিব আহমেদ (১৮),মো.মেহেদী হাসান সাগর ( ২০), মো.সাকিব (২০) ও মো.মাসুদ (২৫)। এদের মধ্যে মাদকদ্রব্য ৪ জন,চুরি মামলায় ৩ জন,দস্যুতা মামলায় ৪ জন,ডিএমপি ভুক্ত ১৬ জন,পরোয়ানা ৫ জন,অন্যান্য ১ জন। গ্রেফতারকালে ১টি সবুজ রঙের প্লাস্টিকের বাট যুক্ত ধারালো সামুরাই,১টি বাদামি রংয়ের কাঠের বাট যুক্ত ধারালো সামুরাই, ১টি কাঠের বাট যুক্ত চুরি /ডেগার,১টি কাঠের বাটযুক্ত ছুরি ডেগার আর নগদ ১২০০ টাকা,৩০০পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

আপডেট: ০২:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,মো.জাহিদ ( ২৫),মো.রায়হান ( ২৮), হৃদয় হোসেন মিরাজ (১৭),মো. জাহিদ ( ৩৫),মো.লাড্ডু (৪০),মো.রনি (২২),মো.শুভ (৩০),মো.আকাশ (১৯), মো.জসিম ( ৩০),মো.রাসেল ( ২৮),মো.আবুল কালাম আজাদ ( বয়স উল্লেখ নাই),মো.পিয়াজ সুজন (বয়স উল্লেখ নাই),মো.আরমান (বয়স উল্লেখ নাই),নূর মোহাম্মদ চৌধুরী উরফে মারুফ (বয়স উল্লেখ নাই),মো.শফিক গালি (বয়স উল্লেখ নাই),মো.মুন্না সরদার (বয়স উল্লেখ নাই),
মো.মোশারফ হোসেন উরোপে এসকে (২৬),মো.উজ্জ্বল হোসেন (২৯),মো.রবিন মিয়া (২১),আলামিন ( ২৯),মো. জামান (৩০),আব্দুর রহিম ( ৫৫),আকাশ খন্দকার ( ৩২),
মো.গোলাম মুর্শিদ আকাশ উরফে রাসেল (২২),মো.ইউসুফ ওরফ কোবরা ইউসুফ ( ৪৬),মো.লাল (২১),মো.আকরাম হোসেন ( ২৫),মো.শাহিন খান (৩৫),মো.ওমর ফারুক ( ১৮),রাকিব আহমেদ (১৮),মো.মেহেদী হাসান সাগর ( ২০), মো.সাকিব (২০) ও মো.মাসুদ (২৫)। এদের মধ্যে মাদকদ্রব্য ৪ জন,চুরি মামলায় ৩ জন,দস্যুতা মামলায় ৪ জন,ডিএমপি ভুক্ত ১৬ জন,পরোয়ানা ৫ জন,অন্যান্য ১ জন। গ্রেফতারকালে ১টি সবুজ রঙের প্লাস্টিকের বাট যুক্ত ধারালো সামুরাই,১টি বাদামি রংয়ের কাঠের বাট যুক্ত ধারালো সামুরাই, ১টি কাঠের বাট যুক্ত চুরি /ডেগার,১টি কাঠের বাটযুক্ত ছুরি ডেগার আর নগদ ১২০০ টাকা,৩০০পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।