শয়তানের নিঃশ্বাসে অচেতন করে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা তানিয়া গ্রেফতার
- আপডেট: ০৮:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মোসা. তানিয়াকে গ্রেফতার করেছে রাজধানীর রূপনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৮টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়,গত ৮ নভেম্বর সন্ধ্যায় বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে তানিয়ার পরিচয় হয়। নাসিমার বাসায় প্রবেশ করে কথাবার্তার একপর্যায়ে তানিয়া তার ব্যাগ থেকে স্কোপোলামিনজাতীয় রাসায়নিক পদার্থ বের করে নাসিমার নাকের কাছে ধরে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তানিয়া তার ব্যবহৃত ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর স্বামী বেলাল হোসেন রূপনগর থানায় মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে সোমবার দিবাগত রাত তুরাগ থানার উত্তরা দিয়াবাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তানিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,অভিযানে তার হেফাজত থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার,স্বর্ণ বিক্রির ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার,একটি স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশনের গয়না ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রূপনগর থানা সূত্রে জানা যায়,তানিয়া দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবাসী পরিবারগুলোকে টার্গেট করত। নিজেকে প্রবাসী বা প্রবাসীর আত্মীয় পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করত। কথাবার্তার একপর্যায়ে স্কোপোলামিন প্রয়োগ করে ভুক্তভোগীদের অচেতন করে স্বর্ণালংকার ও অর্থ নিয়ে পালিয়ে যেত।




















