০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৪২ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী

  • আপডেট: ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৯ নভেম্বর ) সকালে পরিচালিত বিশেষ অভিযানে হোয়াইকংয়ের কাঞ্জারপাড়া সংলগ্ন এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। বিকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি টিম কাঞ্জারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি নোয়াহ্ ভক্সি মাইক্রো আটক করে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির বনেটের নিচে লুকানো অবস্থায় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়,জব্দকৃত গাড়ি,উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৪২ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী

আপডেট: ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৯ নভেম্বর ) সকালে পরিচালিত বিশেষ অভিযানে হোয়াইকংয়ের কাঞ্জারপাড়া সংলগ্ন এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। বিকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি টিম কাঞ্জারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি নোয়াহ্ ভক্সি মাইক্রো আটক করে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির বনেটের নিচে লুকানো অবস্থায় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়,জব্দকৃত গাড়ি,উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।