খালেদা জিয়ার মৃত্যুতে মেজর (অব.) অবদুল মান্নানের গভীর শোক
- আপডেট: ০৯:৩৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিএনপির চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) অবদুল মান্নান গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি বলেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন নেত্রী, দেশমাতৃকার মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। বিকল্পধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক সাহসী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় আপসহীন ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান দেশের গুরুত্বপূর্ণ পট পরিবর্তনকালীন সময়ে তার অনুপস্থিতি জাতি গভীরভাবে অনুভব করবে। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীন চেতনার অন্যতম প্রধান অভিভাবক।
ব্যক্তিগতভাবে আমি ১৯৯১ সালে তার মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পেয়েছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তার নীতিগত সহায়তা ও উৎসাহের কারণে আমি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছি। তার নেতৃত্বে এই খাত দ্রুত সম্প্রসারিত হয়ে জাতীয় অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হয় এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে ও বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎসে রূপ নেয়।
এই শোকের মুহূর্তে মহান আল্লাহর দরবারে আমি দোয়া করছি—তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার, বিএনপির নেতাকর্মীসহ সমগ্র জাতিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য্য দান করেন।
মহান আল্লাহ তায়ালা তাকে চিরশান্তিতে রাখুন। আমিন।





















