কিশোরগঞ্জ সফরে উপদেষ্টা আদিলুর রহমান খান,গণভোট বিষয়ে মতবিনিময়
- আপডেট: ০৭:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান আজ সোমবার (১৯ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা সফর করেছেন।
সফরসূচি অনুযায়ী তিনি কিশোরগঞ্জ জেলায় পৌঁছালে জেলা সার্কিট হাউজে তাকে স্বাগত জানান কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে উপদেষ্টা কিশোরগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে নির্মিত ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপদেষ্টা মহোদয় গণভোটের গুরুত্ব, সুষ্ঠু বাস্তবায়ন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
একই দিনে কিশোরগঞ্জে কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি ও উপকারভোগী নারীদের সঙ্গে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত পৃথক এক সভায় অংশ নেন তিনি। সভায় মাননীয় উপদেষ্টা মহোদয় বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভা শেষে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


















