মাবাধিকার কর্মী, শিক্ষক,লেক্ষক ও সাংবাদিক এম নজরুল ইসলাম খানকে ষড়যন্ত্রমূলক ভাবে মামলায় জড়ানো থেকে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা
- আপডেট: ০৫:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১৮০০১
চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন, ফ্রীপোর্ট,গ্রান্ড পতেঙ্গা রেস্টুরেন্টের তয় তলার হল রুমে “বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)”‘র উদ্যােগে ২১ জানুয়ারী ২০২৬ খ্রি: রোজ – বুধবার সকাল ১১ঘটিকার সময় এ প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়।
দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মোসলেহ উদ্দিন বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেব উপস্হিত ছিলেন, জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার প্রতিবেদক, এবং “বাংলাদেশ সাংবাদিক ক্লাব” (বিজেসি’র) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: খলিলুর রহমান, “বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র’ চট্রগ্রাম মহানগর কমিটির সাবেক সভাপতি মো: বাবুল হোসেন বাবলা,
ক্লাব’র নির্বাহী সদস্য সাংবাদিক মো: ওমর ফারুক, দৈনিক নবঅভিযান পত্রিকার চট্রগ্রাম প্রতিনিধি মো: মামুন সরদার, সাংবাদিক মো: শাহীন আলম, সাংবাদিক মো: ফারুক ডালি, সাংবাদিক মো: রিয়াজ উদ্দিন, ফটো সাংবাদিক মো: নুর নবী, সাংবাদিক মনির তালুকদারসহ স্হানীয় সাংবাদিক বৃন্দগন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, এম নজরুল ইসলাম খান বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক,মানবাধিকার কর্মী, ও মহাসচিব বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র মহাসচিব এবং দৈনিক অপরাধ অনুসন্ধান, উপ ব্যবস্হাপনা সম্পাদক’র দায়িত্ব পালন করছেন ও স্থানীয়ভাবে ‘আদর্শ শিক্ষক’ হিসেবে পরিচিত।
এম নজরুল ইসলাম খানকে ১০ জানুয়ারী ০২৬ শনিবার দুপুর আনুমানিক সকাল ১১ ঘটিকায় টেকের মোর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই গফুর, সাংবাদিক এম নজরুল ইসলাম খান’র নিজ বাসভবন থেকে আটক করা হয়।
এ বিষয় বন্দর থানার অফিসার ইনচার্জ এর নিকট জানতে চাইলে প্রথম আটকের বিষয় তিনি কিছুই জানে না বললে পরবর্তীতে তিনি আটকের বিষয স্বীকার করে বলেন এম নজরুল ইসলাম খান আওয়ামী সংগঠনের সাথে জড়িত আছে তাকে ছাড়া যাবে না।
মামার বিবরণে জানা যায় যে, মোঃ মাহফুজুর রহমান,বিপি- ১৯৭২৩২৪৫৯৯৬ এস আই (নিঃ) বন্দর থান, সিএমপি, চট্টগ্রাম তিনি গত ৩০/১১/২০২৫ ইং তারিখ বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী- ২০১৩ ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩ ধারার এক খানা মামলা দায়ের করেন যার মামলা নং ১১ তারিখ ত০/১১/২০২৫ ইং উক্ত ইজাহার কৃত মামলায সাংবাদিক এম নজরুল ইসলাম খান এর নাম নেই।
পরবর্তী তদন্ত কারি কর্মকর্তা সিএমপি, চট্টগ্রাম, বন্দর থানার এস আই, মোঃ ফিরোজ আলম, বিপি-৮৬১৩১৫৯২৭৫। উল্লেক্ষিত মামলায় জড়িত মর্মে এম নজরুল ইসলাম খানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
অনুষ্ঠানে বক্তরা এ আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, এবং দ্রুত আইনগত ভাবে স্হায়ী মুক্তি দেযার জন্য স্হানী প্রশাসনের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করিয়াছেন।
























