১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

নোয়াখালীতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০২:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ২০

নিজস্ব প্রতিবেদক;

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার পৌর হাজীপুর গ্রামের ইদ্রিস ড্রাইভার বাড়ির রহমত উল্লাহর ছেলে মো. তারেক রহমান (২২), জামাল উদ্দিন লিটনের ছেলে মো. আহাদ হোসেন রিশাদ (২২) এবং একই গ্রামের আবদুল বারিক মিয়া বাড়ির কামরুজ্জামানের ছেলে মো. ইউসুফ শামীম (২১)।

জানা গেছে, গত শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ ও তার দুই সহপাঠী চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাদের মধ্যে একজনের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং অন্যদের কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। হামলাকারীরা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

ঘটনার পরপরই বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়। মামলায় ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

পরদিন রবিবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে এই ঘটনার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা টিকেটে দেওয়া ফোন নম্বরের সূত্র ধরে তিন আসামিকে গ্রেফতার করেছি। তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

আপডেট: ০২:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক;

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার পৌর হাজীপুর গ্রামের ইদ্রিস ড্রাইভার বাড়ির রহমত উল্লাহর ছেলে মো. তারেক রহমান (২২), জামাল উদ্দিন লিটনের ছেলে মো. আহাদ হোসেন রিশাদ (২২) এবং একই গ্রামের আবদুল বারিক মিয়া বাড়ির কামরুজ্জামানের ছেলে মো. ইউসুফ শামীম (২১)।

জানা গেছে, গত শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ ও তার দুই সহপাঠী চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাদের মধ্যে একজনের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং অন্যদের কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। হামলাকারীরা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

ঘটনার পরপরই বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়। মামলায় ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

পরদিন রবিবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে এই ঘটনার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা টিকেটে দেওয়া ফোন নম্বরের সূত্র ধরে তিন আসামিকে গ্রেফতার করেছি। তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার আমাদের অভিযান অব্যাহত রয়েছে।