মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

- আপডেট: ০২:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো, পলাশ (২৮), হৃদয় আলী রাজ (২৫), নাদিম (৩০), শাহাদাত (২৩), তছির (২৫), সুজন ওরফে বুদু (১৯), রাকিব মোল্লা (২৫), তারিখ ইসলাম (২৮), ইমন (২২),আল আমিন (৪৬), ইলিয়াস (২৯), আরাফাত (২০), সাজ্জাদ(৩৪), মিলন (২৮), আব্দুল আলিম (২৮),শুভ (১৯),শাহিন (২০),আছিক ওরফে রিপন (২০), ইমতিয়াজ মোল্লা ইমু (২৮), রাকিব(২০), ফরিদ (৩০), নাজিম(৩১), রায়হাম(২২),শাহিন (১৮), রাশেদ (১৭), রাকিব (২১), মোজাহিদ (২১),কাশেম (১৯), রায়হান (৩০), ইমন (১৮), রবি আওয়াল (১৮),খায়রুল (২৯), ইসারাফিল (২০), সজিব(৩০) ও রাকিব (১৮)।
সোমবার (১৪ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,রবিবার (১৩ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে মাদক মামলায় ১২ জন,নারী নির্যাতন মামলার ২ জন,ছিনতাইকারী সন্দেহে-১৬ জন,ওয়ারেন্ট ভুক্ত ৫ জন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদক মামলায়
১৫ পিচ ইয়াবা,৩৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।