অভিযুক্ত হলেও থেমে নেই মোহাম্মদ আলী
- আপডেট: ০২:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ১৮০৯৬
নিজস্ব প্রতিবেদক,
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের যুবদল নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে রয়েছে চিনি পাচার, চাঁদাবাজি এবং পুলিশের উপর হামলার একাধিক অভিযোগ। এসব অভিযোগে একাধিকবার আটক হলেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে দলীয়ভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তার উপর এখন তিনি ক্ষমতার দাপটে যা তা করে বেড়াচ্ছেন।
স্থানীয়রা বলছেন, মোহাম্মদ আলীর বিরুদ্ধে একাধিকবার ভারতীয় নিষিদ্ধ চিনি পাচারের অভিযোগে পুলিশ তাকে আটক করলেও রহস্যজনক কারণে বারবার ছাড়া পেয়ে যান। দল থেকেও কিছু বলা হচ্ছে না বলে, তিনি কাউকেই পাত্তা দেন না।
উল্লেখ্য, ২০২৩ সালেও ২৮ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি অন্যত্র পাচারকালে মোহাম্মদ আলীসহ দুই জনকে আটক করেছিলো পুলিশ।
সাধারণ মানুষের আশঙ্কা যদি সত্য হয় যে, অপরাধের পরেও রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীরা নিরাপদ থাকে, তবে তা দেশের আইনের শাসন ও গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি। এখন সময়, দলীয় স্বচ্ছতা ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার।





















