ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন

- আপডেট: ০৮:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ১৩
নিজস্ব প্রতিবেদক;
ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার ( ১৫ জুলাই ) এক বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। কর্মসূচির মধ্যে ছিল বিশেষ অপরাধ পর্যালোচনা সভা, পুলিশ সদস্যদের কল্যাণ সভা, জেলা বিশেষ শাখা পরিদর্শন এবং নবনির্মিত ড্রিল শেড উদ্বোধন।
এদিন সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ অপরাধ পর্যালোচনা সভা। সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডিআইজি রেজাউল করিম মল্লিক তার বক্তব্যে বলেন, ‘পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং নিষ্ঠার সঙ্গে প্রতিটি পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’
তিনি থানার কার্যক্রম আরও জনবান্ধব ও প্রগতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
পর্যালোচনা সভা শেষে ডিআইজি রেজাউল করিম মল্লিক ফরিদপুর জেলা বিশেষ শাখা পরিদর্শন করেন। এরপর তিনি জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং পুলিশ সদস্যরা সরাসরি তাদের মতামত ও সমস্যাবলী তুলে ধরেন। এক উন্মুক্ত পরিবেশে সকল সমস্যা মনোযোগসহকারে শুনেন ডিআইজি এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এদিন জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত ড্রিল শেডের উদ্বোধন করেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ড্রিল শেড জেলার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন ফরিদপুরের জুলাই/২৪ বিপ্লবে শহিদ পরিবারের সদস্যবৃন্দ বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হন। ডিআইজি তাদের খোঁজখবর নেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের হাতে স্মারক উপহার তুলে দেন। অনুষ্ঠানে ফরিদপুর জেলার সম্মানিত পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ সফরে ডিআইজি রেজাউল করিম মল্লিক জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।