আদাবরে ডিম ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২

- আপডেট: ১১:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় এক ডিম ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ জুলাই) রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ঊর্ধ্বতন একজেন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
এদিন রাত ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা গেছেন। ওই ব্যবসায়ীর নাম মো. ইব্রাহিম। পরে রাত ৯টার দিকে হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিভর্তি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবোদয় হাউজিং এলাকার কামাল ক্যাটারিংয়ের পাশে নিজের ডিম ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন ইব্রাহিম। এসময় একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে গুলি করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয়৷ খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে হেফাজতে নেয়।
সেনাবাহিনী জানায়, আটকতরা গুরুতর আহত হয়েছে। নিহত ব্যবসায়ীর মরদেহ ও আটকদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।