০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেফতার ৩

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০২:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শ্যামলীতে দিন-দুপুরে চাপাতি ধরে শিমিয়ন ত্রিপুরা নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, তার গায়ের কাপড় ও জুতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন ও আসলাম। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা তিনজন। এর আগে কবির নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, শামলীতে এক যুবককে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ভাইরাল ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ডিবি মোট তিনজকে গ্রেফতার করলো।

এর আগে গত শুক্রবার ভোর ৫টার দিকে শ্যামলীর একটি গলিতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার শিমিয়ন ত্রিপুরা (৩০) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ঘটনার পর ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ ভিডিওতে দেখা গেছে, টাকাপয়সা, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর ছিনতাকারীরা ওই ব্যক্তির পরনে থাকা জামা ও জুতা খুলতে বাধ্য করে এবং সেগুলো নিয়ে যায় তারা।

এ ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শনিবার শের-ই-বাংলা নগর থানায় একটি মামলা করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেফতার ৩

আপডেট: ০২:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শ্যামলীতে দিন-দুপুরে চাপাতি ধরে শিমিয়ন ত্রিপুরা নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, তার গায়ের কাপড় ও জুতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন ও আসলাম। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা তিনজন। এর আগে কবির নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, শামলীতে এক যুবককে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ভাইরাল ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ডিবি মোট তিনজকে গ্রেফতার করলো।

এর আগে গত শুক্রবার ভোর ৫টার দিকে শ্যামলীর একটি গলিতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার শিমিয়ন ত্রিপুরা (৩০) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ঘটনার পর ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ ভিডিওতে দেখা গেছে, টাকাপয়সা, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর ছিনতাকারীরা ওই ব্যক্তির পরনে থাকা জামা ও জুতা খুলতে বাধ্য করে এবং সেগুলো নিয়ে যায় তারা।

এ ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শনিবার শের-ই-বাংলা নগর থানায় একটি মামলা করেন তিনি।