ঝালকাঠি আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর গ্রেফতার

- আপডেট: ০৪:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঝালকাঠি জেলার সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানকে (৬৫) গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৭জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গত মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকপ উত্তরা থানাধীন বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় স্টার প্লাস হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার উপর হামলার ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানার দায়েরকৃত তিন মামলার এজাহারনামীয় আসামি। ঝালকাঠি সদর থানার অধিযাচনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।