পল্লবীতে সেনা অভিযান: চাঁদাবাজ আটক

- আপডেট: ১১:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মিরপুর সেনা ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি বিশেষ টহল দল রাজধানীর পল্লবী থানাধীন ডি ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন মো. সোহেল (৩৫)। একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন প্রকল্পে চাঁদা দাবি সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র হতে প্রাপ্ত তথ্য এবং ভিডিও ফুটেজে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়।
এছাড়া, আটককৃত সোহেল পূর্বে পল্লবীর বাউনিয়া এলাকায় সংঘটিত একটি চাঁদাবাজি ও গুলি বর্ষণের ঘটনার সাথেও জড়িত ছিল বলে জানা যায়।
আটক সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।