ভাষানটেকে সেনাবাহিনীর অভিযানে ‘বাবলু গ্রুপের’ ২ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

- আপডেট: ০৭:৩২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় সন্ত্রাসী ‘বাবলু গ্রুপ’ দুই সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ সিগন্যাল ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম ক্যাপ্টেন মুশফিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
শুক্রবার ( ১৮ জুলাই) ১০ সিগন্যাল ব্যাটালিয়নের ভাষানটেকের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তর ভাষানটেকের টোনারটেক প্রত্যাশা মোড় এলাকা থেকে মো. ইয়ামিন (২৫) ও মো. তানভীর আহমেদ সবুজ (২৭) নামের দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে ইয়ামিনের বাড়ি ও তার রিকশা গ্যারেজে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি বটি ও ২টি ছুরি।
অভিযানে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তারা মুশফিক জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক যৌথ বাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এসময় সন্ত্রাসীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
সেনা সূত্র জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় এই চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র ব্যবহার করে নানা অপরাধে জড়িত ছিল।