খোঁজ মিলেছে বিধ্বস্ত বিমানের পাইলটের, নেওয়া হয়েছে সিএমএইচে

- আপডেট: ০৪:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।
সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন মারা গেছেন। এছাড়া নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
উদ্ধার অভিযানে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়াও উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনী, যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।