১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত,উদ্ধার অভিযানে আনসার সদস্য মোতায়েন

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০৪:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সশস্ত্র বাহিনী, ১৫০ জন আনসার সদস্য ও। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। তাদের সহায়তা করছেন স্থানীয়রা।

সোমবার (২১ জুলাই) বিকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হওয়ার আগে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে আনা হচ্ছে। তবে বিমানের পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট কাজ করছে।

তিনি জানান, একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া উদ্ধার অভিযান চলছে।

এদিকে, দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর লোকজন ছোটাছুটি করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত,উদ্ধার অভিযানে আনসার সদস্য মোতায়েন

আপডেট: ০৪:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সশস্ত্র বাহিনী, ১৫০ জন আনসার সদস্য ও। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। তাদের সহায়তা করছেন স্থানীয়রা।

সোমবার (২১ জুলাই) বিকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হওয়ার আগে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে আনা হচ্ছে। তবে বিমানের পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট কাজ করছে।

তিনি জানান, একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া উদ্ধার অভিযান চলছে।

এদিকে, দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর লোকজন ছোটাছুটি করছে।