হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

- আপডেট: ১১:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৯
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে ৩৩ জন জেলেকে। এ সময় অভিযানে বাধা দিয়ে হামলার ঘটনায় কোস্ট গার্ডের এক সদস্য এবং একটি বোটের মাঝি আহত হন।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান।
তিনি জানান,গতকাল সোমবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে পরিচালিত অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট আটক করা হয়। এসব বোট থেকে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৩৩ জন জেলেকে আটক করা হয়।
অভিযান চলাকালীন, কোস্ট গার্ড সদস্যরা যখন আরেকটি ফিশিং বোট ধাওয়া করছিলেন, তখন জেলেরা আকস্মিক আক্রমণ করে। হামলায় কোস্ট গার্ডের এক সদস্য এবং এক মাঝি আহত হন।
পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল স্থানীয় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “দেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”