১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় নিহত:পাইলট তৌকির ইসলামের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০৮:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শহীদ বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হয়।

বিকাল ৪টা ২৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী এবং সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় রাজশাহী শহরের উপশহর এলাকায় তার ভাড়া বাসায়। স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় জানাজার স্থানে।

জানাজা শেষে নগরীর সপুরা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় শহীদ পাইলট তৌকির ইসলামকে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর শহীদ হন। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে তার এই অকাল মৃত্যুতে।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রায় দুইশতাধিক মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিমান দুর্ঘটনায় নিহত:পাইলট তৌকির ইসলামের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল

আপডেট: ০৮:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শহীদ বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হয়।

বিকাল ৪টা ২৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী এবং সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় রাজশাহী শহরের উপশহর এলাকায় তার ভাড়া বাসায়। স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় জানাজার স্থানে।

জানাজা শেষে নগরীর সপুরা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় শহীদ পাইলট তৌকির ইসলামকে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর শহীদ হন। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে তার এই অকাল মৃত্যুতে।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রায় দুইশতাধিক মানুষ।