০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

সুধারামে প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০৮:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক;

নোয়াখালীর সুধারাম থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি মো.রাশেদ (২৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে সুধারাম থানাধীন চর শুলুকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হানিফ চেয়ারম্যান বাজারের থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম এক প্রতিবন্ধী কিশোরী। আসামি দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল এবং স্থানীয় গন্যমান্যদের জানানো সত্ত্বেও হুমকি দিয়ে আসছিল। গত ২০ জুলাই রাতে আসামিকে ভিকটিমের ঘরের পাশে অবস্থান করতে দেখে পরিবারের লোকজন আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে ভিকটিম জানায়, আসামি তাকে ধর্ষণ করেছে।

ঘটনার পর থেকেই পলাতক থাকা আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারি চালায়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. রাশেদ অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে সুধারাম থানায় হস্তান্তর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুধারামে প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট: ০৮:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক;

নোয়াখালীর সুধারাম থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি মো.রাশেদ (২৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে সুধারাম থানাধীন চর শুলুকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হানিফ চেয়ারম্যান বাজারের থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম এক প্রতিবন্ধী কিশোরী। আসামি দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল এবং স্থানীয় গন্যমান্যদের জানানো সত্ত্বেও হুমকি দিয়ে আসছিল। গত ২০ জুলাই রাতে আসামিকে ভিকটিমের ঘরের পাশে অবস্থান করতে দেখে পরিবারের লোকজন আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে ভিকটিম জানায়, আসামি তাকে ধর্ষণ করেছে।

ঘটনার পর থেকেই পলাতক থাকা আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারি চালায়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. রাশেদ অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে সুধারাম থানায় হস্তান্তর করা হয়।