০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

সুধারাম থানায় ধর্ষণ মামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার

  • আপডেট: ০৩:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক;

নোয়াখালীর সুধারাম থানায় দায়ের করা এক নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাকিল (১৯) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিকে আটক করে। গ্রেফতারকৃত শাকিল সুধারাম থানাধীন আন্ডারচর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে শাকিল। গত ৪ জুলাই রাতে ভিকটিমকে নিজ বাসা থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে সোনাপুর বাসস্ট্যান্ড হয়ে তাকে নিয়ে যাওয়া হয় চরজব্বর থানার মহিন সওদাগরের বাড়িতে। সেখানে ভিকটিমকে রেখে আসামি কোনো বিয়ের ব্যবস্থা না করেই দুই দিন অতিবাহিত করেন।

পরবর্তীতে ৭ জুলাই রাতে ভিকটিম নিজেই বাড়ি ফিরে আসে এবং মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। ভিকটিমের বাবার দায়ের করা মামলার পর থেকেই শাকিল পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, আসামিকে গ্রেফতারের জন্য তারা গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং অবশেষে হাতিয়া থেকে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত শাকিলকে আইনি প্রক্রিয়া শেষে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুধারাম থানায় ধর্ষণ মামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার

আপডেট: ০৩:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক;

নোয়াখালীর সুধারাম থানায় দায়ের করা এক নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাকিল (১৯) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিকে আটক করে। গ্রেফতারকৃত শাকিল সুধারাম থানাধীন আন্ডারচর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে শাকিল। গত ৪ জুলাই রাতে ভিকটিমকে নিজ বাসা থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে সোনাপুর বাসস্ট্যান্ড হয়ে তাকে নিয়ে যাওয়া হয় চরজব্বর থানার মহিন সওদাগরের বাড়িতে। সেখানে ভিকটিমকে রেখে আসামি কোনো বিয়ের ব্যবস্থা না করেই দুই দিন অতিবাহিত করেন।

পরবর্তীতে ৭ জুলাই রাতে ভিকটিম নিজেই বাড়ি ফিরে আসে এবং মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। ভিকটিমের বাবার দায়ের করা মামলার পর থেকেই শাকিল পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, আসামিকে গ্রেফতারের জন্য তারা গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং অবশেষে হাতিয়া থেকে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত শাকিলকে আইনি প্রক্রিয়া শেষে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।