যাত্রীবাহী লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

- আপডেট: ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক গর্ভবতী নারীকে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়ে জীবন রক্ষা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে ভোলা থেকে ঢাকাগামী ‘সম্পদ’ নামক লঞ্চে এ ঘটনা ঘটে।
রবিবার (২৭ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২৬ জুলাই ভোলার এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ‘সম্পদ’ লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১টা ৩০ মিনিটে লঞ্চটি গজারিয়া পৌঁছালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিষয়টি লঞ্চে অবস্থানরত এক সেনা সদস্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে অবহিত করেন।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চে পৌঁছে রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং হাই স্পিড বোটে করে ঢাকা সদরঘাটে পৌঁছে দেয়। সেখান থেকে প্রাইভেট গাড়িতে করে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আগের চেয়ে তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “জনগণের সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময়ই নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”