পঞ্চগড়ে নিরাময় নার্সিং হোম এন্ড ডায়গনিষ্ট সেন্টারের পরিচালক উজ্জল সরকারের নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

- আপডেট: ০৭:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১৮০১৩
মো.আরিফুল ইসলাম ইরান পঞ্চগড়:
পঞ্চগড়ে নিরাময় নার্সিং হোম এন্ড ডায়গনিষ্ট সেন্টার এর পরিচালক উজ্জল সরকারের নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্ধন।
পঞ্চগড়ের বোদা উপজেলার নার্সিংহোম এন্ড ডায়গনিস্ট সেন্টার এর পরিচালক উজ্জ্বল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(৩০জুলাই) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনিস্ট অনার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা ব্যানারে নিরাময় নার্সিং হোম এর পরিচালক উজ্জল সরকারের নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে নার্সিং হোম ক্লিনিক গুলো সাধারণ মানুষের সব সময় সেবা প্রদান করে আসিতেছি। কিন্তু গতকাল অল্প বয়সী প্রসূতি মেয়েকে বোদা উপজেলা নিরাময় নার্সিংহোম ক্লিনিকে ওই প্রসূতিকে সিজারের জন্য নিয়ে আসলে পরিচালক উজ্জ্বল সরকার জিজ্ঞাসাবাদ করিলে প্রসতির আত্মীয়রা জানায় মাত্র ১২ দিন বিয়ে হয়েছে তিনি এখন গর্ভবতী বিয়ে টিকাতে সিজারের প্রয়োজন। সিজার না করাতে এ সময় কথা কাটাকাটি এক পর্যায়ে একটি ভিডিও ধারন করে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। পরে নিরাময় ক্লিনিকে প্রশাসন যৌথ অভিযান চালায় এবং নিরাময় ক্লিনিকের মালিককে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধন। তারা জানায় নিরাময় ক্লিনিকের মালিক উজ্জ্বল সরকারকে অনতিবিলম্বে নি:শর্ত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এসময় ক্লিনিক ও ডায়গনিস্ট সেন্টার এসোসিয়েশন এর সভাপতি, ডা.মো.খালেদ তৌহিদ পুলক,সাধারন সম্পাদক মাহফুজুর রহমানসহ প্রাইভেট ক্লিনিকের পরিচালক ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।