০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মাদক বিক্রির বিরোধে যুবক খুন,‘পিচ্চি মুন্না’গ্রেফতার

  • আপডেট: ০১:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১৮০১৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মাদক বিক্রির দ্বন্দ্বের জেরে মো.ফজলে রাব্বি সুমন হত্যার ঘটনায় প্রধান আসামি মুন্না ওরফে ‘পিচ্চি মুন্না’কে (২১) গ্রেফতার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (৩১জুলাই) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.খালিদুল হক হাওলাদার।

গতকাল বুধবার (৩০ জুলাই) রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খালিদুল হক হাওলাদার বলেন, নিহত ফজলে রাব্বি সুমন ও আসামি পিচ্চি মুন্না এক এলাকায় বসবাস করতেন এবং মাদক ব্যবসা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছুদিন আগে মুন্নাকে পুলিশের হাতে তুলে দেন সুমন। পরে জামিনে বের হয়ে মুন্না প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে।

গত ২৬ জুলাই নারায়ণগঞ্জ থেকে সুমন মোহাম্মদপুরের পাবনা হাউজ গলি এলাকায় তার বোনের বাসায় বেড়াতে আসেন। ওই দিন একটি অজ্ঞাত ফোনকলের সূত্র ধরে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ডেকে আনে মুন্না। সেখানেই মুন্না ও তার সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে সুমনকে কুপিয়ে হত্যা করা হয়।

র‍্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, ঘটনার পর নিহত সুমনের বাবা মোহাম্মদপুর থানায় ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর র‍্যাব-২ গোয়েন্দা তৎপরতা বাড়ায় এবং এক পর্যায়ে বুধবার রাতে ইসলামবাগ এলাকা থেকে প্রধান আসামি পিচ্চি মুন্নাকে গ্রেফতার করে। মুন্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে।

তিনি জানান, এটি পূর্বপরিকল্পিত প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মাদক বিক্রির বিরোধে যুবক খুন,‘পিচ্চি মুন্না’গ্রেফতার

আপডেট: ০১:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মাদক বিক্রির দ্বন্দ্বের জেরে মো.ফজলে রাব্বি সুমন হত্যার ঘটনায় প্রধান আসামি মুন্না ওরফে ‘পিচ্চি মুন্না’কে (২১) গ্রেফতার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (৩১জুলাই) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.খালিদুল হক হাওলাদার।

গতকাল বুধবার (৩০ জুলাই) রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খালিদুল হক হাওলাদার বলেন, নিহত ফজলে রাব্বি সুমন ও আসামি পিচ্চি মুন্না এক এলাকায় বসবাস করতেন এবং মাদক ব্যবসা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছুদিন আগে মুন্নাকে পুলিশের হাতে তুলে দেন সুমন। পরে জামিনে বের হয়ে মুন্না প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে।

গত ২৬ জুলাই নারায়ণগঞ্জ থেকে সুমন মোহাম্মদপুরের পাবনা হাউজ গলি এলাকায় তার বোনের বাসায় বেড়াতে আসেন। ওই দিন একটি অজ্ঞাত ফোনকলের সূত্র ধরে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ডেকে আনে মুন্না। সেখানেই মুন্না ও তার সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে সুমনকে কুপিয়ে হত্যা করা হয়।

র‍্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, ঘটনার পর নিহত সুমনের বাবা মোহাম্মদপুর থানায় ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর র‍্যাব-২ গোয়েন্দা তৎপরতা বাড়ায় এবং এক পর্যায়ে বুধবার রাতে ইসলামবাগ এলাকা থেকে প্রধান আসামি পিচ্চি মুন্নাকে গ্রেফতার করে। মুন্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে।

তিনি জানান, এটি পূর্বপরিকল্পিত প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।