গোপালগঞ্জে হামলার অন্যতম সমন্বয়কারী ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আপডেট: ০৫:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ১৮০২৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অন্যতম সমন্বয়কারী মাশরিকুল ইসলাম ইমনকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-আইন বিষয়ক সম্পাদক এবং গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক।
এছাড়া আরেকটি ঘটনায় মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- সমীর মৌলিক (৩৫) ও মো. মাহামুদুল হাসান মুন্নু দেওয়ান (৪৫)।
সোমবার (৪ আগস্ট) দুপুরে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।
তিনি বলেন, ৩ আগস্ট রাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করে র্যাব-৪। গ্রেফতাররা হলেন- মাশরিকুল ইসলাম ইমন (৩২), সমীর মৌলিক (৩৫) ও মো. মাহামুদুল হাসান মুন্নু দেওয়ান (৪৫)।
গ্রেফতারদের মধ্যে মাশরিকুল ইসলাম ইমন গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অন্যতম সমন্বয়কারী।
এছাড়া মানিকগঞ্জে পৃথক দুটি অভিযানে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার ঘিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও বিস্ফোরণের অপরাধে তদন্তেপ্রাপ্ত আসামি যুবলীগের বালিয়াখোড়া ইউনিয়ন সহ-সভাপতি সমীর মৌলিক ও পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহামুদুল হাসান মুন্নু দেওয়ানকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।




















