১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

অটো ইজিবাইক চালক আশরাফুল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আকরাম মোল্লা গ্রেফতার

  • আপডেট: ১০:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ১৮০৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটো ইজিবাইক চালক আশরাফুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.আকরাম মোল্লা (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে র‍্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান

তিনি জানান,২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে আশরাফুল ইসলাম জীবিকা নির্বাহের উদ্দেশ্যে অটো ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হন। এরপর রাত ৭টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় স্থানীয়রা তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তে উঠে আসে, ওইদিন সন্ধ্যায় শ্রীনগর থানার বাঘড়া তালুকদারের বাড়ির সামনে থেকে আসামি মো. আকরাম মোল্লা ও তার সহযোগীরা লৌহজং যাওয়ার উদ্দেশ্যে আশরাফুলের অটো ইজিবাইকটি ভাড়া করেন। পরে চাঁনকার ব্রীজ এলাকায় পৌঁছালে তারা আশরাফুলকে গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরে, দুই পাশ থেকে তার হাত চেপে ধরে এবং একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে শ্বাসনালী কেটে হত্যা করে। এরপর প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটো ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও বিচারকার্য শেষে আদালত আসামি মো. আকরাম মোল্লাকে ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩৯৪/৩৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও আরও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এরপর থেকে আকরাম পলাতক ছিলেন। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ৭ আগস্ট ২০২৫, বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অটো ইজিবাইক চালক আশরাফুল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আকরাম মোল্লা গ্রেফতার

আপডেট: ১০:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটো ইজিবাইক চালক আশরাফুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.আকরাম মোল্লা (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে র‍্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান

তিনি জানান,২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে আশরাফুল ইসলাম জীবিকা নির্বাহের উদ্দেশ্যে অটো ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হন। এরপর রাত ৭টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় স্থানীয়রা তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তে উঠে আসে, ওইদিন সন্ধ্যায় শ্রীনগর থানার বাঘড়া তালুকদারের বাড়ির সামনে থেকে আসামি মো. আকরাম মোল্লা ও তার সহযোগীরা লৌহজং যাওয়ার উদ্দেশ্যে আশরাফুলের অটো ইজিবাইকটি ভাড়া করেন। পরে চাঁনকার ব্রীজ এলাকায় পৌঁছালে তারা আশরাফুলকে গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরে, দুই পাশ থেকে তার হাত চেপে ধরে এবং একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে শ্বাসনালী কেটে হত্যা করে। এরপর প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটো ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও বিচারকার্য শেষে আদালত আসামি মো. আকরাম মোল্লাকে ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩৯৪/৩৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও আরও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এরপর থেকে আকরাম পলাতক ছিলেন। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ৭ আগস্ট ২০২৫, বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।