০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

২০ বছরের সাজা থেকে বাঁচতে ৩০ বছর পলাতক আসামি জসিম গ্রেফতার

  • আপডেট: ১০:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নোয়াখালী জেলার হাতিয়া থানার ডাকাতি মামলার ২০ বছর সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম (৫৩)’কে রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২।

র‌্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী দীর্ঘ ৩০ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল।

বৃহস্পতিবার (০৭আগস্ট) র‌্যাব-২ এর সিনিঃসহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম ডাকাতি মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামির অনুপস্থিতিতে মামলার বিচারকার্য শেষে আদালত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম কে ২০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

তিনি বলেন, এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আজ তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর দীর্ঘ ৩০ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

২০ বছরের সাজা থেকে বাঁচতে ৩০ বছর পলাতক আসামি জসিম গ্রেফতার

আপডেট: ১০:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নোয়াখালী জেলার হাতিয়া থানার ডাকাতি মামলার ২০ বছর সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম (৫৩)’কে রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২।

র‌্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী দীর্ঘ ৩০ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল।

বৃহস্পতিবার (০৭আগস্ট) র‌্যাব-২ এর সিনিঃসহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম ডাকাতি মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামির অনুপস্থিতিতে মামলার বিচারকার্য শেষে আদালত আসামি জসিম উদ্দিন ওরফে জসিম কে ২০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

তিনি বলেন, এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আজ তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর দীর্ঘ ৩০ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।