পটুয়াখালীতে যৌথ অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড

- আপডেট: ০৫:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পটুয়াখালীতে যৌথ অভিযানে উদ্ধারকৃত ১০ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড
শনিবার( ৯ আগস্ট বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ মে এবং ২৫ জুন ২০২৫ তারিখ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমন্বয়ে পটুয়াখালীর সদর উপজেলায় ২ টি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১৫৪ পিস ইয়াবা ও ২৪০ গ্রাম গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের নমুনা হিসেবে ২৬ পিস ইয়াবা ও ০৫ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয়।
পরবর্তীতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী স্মারক নং ১৪৪ তারিখ ০৪ আগস্ট ২০২৫ মোতাবেক কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর মালখানায় রক্ষিত ১০ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের ২১২৮ পিস ইয়াবা ও ২৩৫ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।
প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ৯ আগস্ট ২০২৫ তারিখ শনিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, পটুয়াখালী এর উপস্থিতিতে ২১২৮ পিস ইয়াবা ও ২৩৫ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। উক্ত সময় অভিযানে অংশগ্রহণকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।