ডেঙ্গুতে এ বছর ৩০০ জনের মৃত্যু

- আপডেট: ০৮:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ১৮০৮১
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন, এবং নতুন করে ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০০ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ১৯৯ জন।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-তে পৌঁছেছে।
বর্তমানে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৭২ জন, ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, বরিশালে ১২ জন, খুলনায় ৪৬ জন, ময়মনসিংহে ২৫ জন, রাজশাহীতে ২০ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬২ হাজার ১৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৬৩.৩০ শতাংশ পুরুষ এবং ৩৬.৭০ শতাংশ নারী। মৃতদের মধ্যে ৫১.৩০ শতাংশ নারী এবং ৪৮.৭০ শতাংশ পুরুষ।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ঢাকায় ছিলেন এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
এর আগে, ২০১৯ সালে দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, এবং তখন প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর প্রকোপ কম থাকলেও ২০২১ সালে দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১০৫ জন মারা যান। ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।