গাজীপুরে সাংবাদিক হত্যা,বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার রফিকুল

- আপডেট: ০৪:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গাজীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত রফিকুল ইসলাম আরমানকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বুধবার (১২আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।
সালমান নূর আলম বলেন,গত ৭ আগস্ট সন্ধ্যার দিকে গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চীফ রির্পোটার আসাদুজ্জামান তুহিন (৩৯) প্রতিদিনের ন্যায় তথ্য সংগ্রহ করতে যায়। মামলার এজাহার মতে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহ কালে দেখতে পায় যে, জনৈক বাদশা (৩৫)কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করিতে থাকে। এক পর্যায় বাদশা বিরক্ত হয়ে ওই মহিলার প্রতি ক্ষীপ্ত হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা স্বাধীনসহ অজ্ঞাতনামা খুনিরা জনৈক মো.বাদশা (৩৫)কে এলোপাথারীভাবে কোপাইতে থাকে।
এ ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইলে ধারন করাকালীন আসামি রফিকুল ইসলাম আরমান (২০) ও অপর অজ্ঞাতনামা আসামিরা গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সাকিনস্থ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনৈক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে ধারালো দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি বলেন,এ ঘটনায় ভিকটিম এর ভাই মো.সেলিম (৫০) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১১ আগস্ট রাত ১১টা ২০ মিনিটের দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা হতে রফিকুল ইসলাম আরমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আরমানকে জিজ্ঞাসাবাদে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।