০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

চট্রগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি ‘রোবকোপ’গ্রেফতার

  • আপডেট: ১০:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক ওরফে রোবকোপ (৫৮) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাত ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ভাটিয়ারী স্টেশন রোড এলাকা থেকে র‌্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী ও র‌্যাব-৭,সিপিএসসি কোম্পানি তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

তিনি জানান,গ্রেফতার আসামি সিএমপি’র ডাবলমুরিং মডেল থানায় রুজুকৃত মাদক মামলা (মামলা নং-০২,তারিখ: ০৩/০৪/২০১৩) এর আওতায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর ১(খ)/২৫ ধারায় অভিযুক্ত ছিলেন।

আদালতের রায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‌্যাব-১১ এর গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক মামলার তথ্য স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর সুধারাম থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্রগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি ‘রোবকোপ’গ্রেফতার

আপডেট: ১০:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক ওরফে রোবকোপ (৫৮) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাত ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ভাটিয়ারী স্টেশন রোড এলাকা থেকে র‌্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী ও র‌্যাব-৭,সিপিএসসি কোম্পানি তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

তিনি জানান,গ্রেফতার আসামি সিএমপি’র ডাবলমুরিং মডেল থানায় রুজুকৃত মাদক মামলা (মামলা নং-০২,তারিখ: ০৩/০৪/২০১৩) এর আওতায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর ১(খ)/২৫ ধারায় অভিযুক্ত ছিলেন।

আদালতের রায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‌্যাব-১১ এর গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক মামলার তথ্য স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর সুধারাম থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।