কুমিল্লায় ডিএনসির অভিযানে ২১ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৫ জন আটক

- আপডেট: ১০:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২১ কেজি গাঁজা, ৯ বোতল ভারতীয় হুইস্কি ও মোবাইল ফোনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় কুমিল্লার “খ” সার্কেলের একটি দল শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ৫০ মিনিট এবং সকাল ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
অভিযানে ৭টি স্কচটেপে মোড়ানো পুটলা থেকে মোট ২১ কেজি গাঁজা,তিনটি স্মার্টফোন,একটি বাটন মোবাইল এবং একটি কাগজের কার্টনে থাকা ৭৫০ মিলিলিটারের ৯ বোতল ভারতীয় হুইস্কি (মোট ৬.৭৫০ লিটার) উদ্ধার করা হয়।
মাদকসহ আটককৃতদের বুড়িচং থানাধীন নিমসার বাজারের পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে গাড়ি চালকদের বিশ্রামাগারের সামনে পাকা রাস্তার উপর ‘নিউ একতা সার্ভিস’ ও ‘স্টার লাইন’পরিবহনের ভিতর তল্লাশি চালিয়ে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম ভূঁঞা জানান,আটক আসামিরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও মদ এনে ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।