যাত্রাবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জান শরীফ গ্রেফতার

- আপডেট: ০৩:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জান শরীফ (৪৮) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। রবিবার (১৭ আগস্ট) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন মীর হাজিরবাগ এলাকা থেকে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে জানিয়েছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।
তিনি জানান, রবিবার দুপুর ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি জান শরীফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জান শরীফের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা নং-৮১(২)১২ এবং জিআর মামলা নং-৪২৭/২২ রয়েছে। তিনি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)/১৯(৪) ধারায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।