সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: এক সপ্তাহে আটক ৫৬, অস্ত্র-গ্রেনেড উদ্ধার

- আপডেট: ১১:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দেশব্যাপী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে ৫৬ জন অপরাধীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়,১৪ আগস্ট থেকে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটসমূহ পুলিশের সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্ত্রাসী,ডাকাত,কিশোর গ্যাং সদস্য,চাঁদাবাজ, ছিনতাইকারী,জুয়াড়ি,মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র,৬টি হ্যান্ড গ্রেনেড,১০৩ রাউন্ড গুলি,দেশীয় অস্ত্র,মাদক,চোরাই মালামাল, মোবাইল ফোন,মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানান,জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে।