১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

১০ মাসের শিশু অপহরণের ১৫ ঘণ্টা পর উদ্ধার করল র‍্যাব, অপহরণকারী গ্রেফতার

  • আপডেট: ০৩:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর আদাবরে অভিযান চালিয়ে ১০ মাস বয়সী এক শিশুকে অপহরণের ১৫ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এ সময় অপহরণকারী আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৪–এর পক্ষ থেকে জানানো হয়,শিশুটি সাভার উপজেলার তেঁতুলঝড়া এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। শিশুটির নাম ইব্রাহিম।

র‍্যাবের ভাষ্য,শিশুটির বাবা একজন গার্মেন্টস কর্মী। প্রায় ৯ থেকে ১০ মাস ধরে একই ভবনে ভাড়াটিয়া হিসেবে থাকতেন অপহরণকারী মতিন ও ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে পরিবারের কেউ বাসায় না থাকার সুযোগে শিশু ইব্রাহিমকে অপহরণ করে নিয়ে যান মতিন। এরপর তিনি শিশুর বাবার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে শিশুকে মেরে ফেলার হুমকিও দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিশুর পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা করে। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রচারিত হলে র‍্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে।

শুক্রবার গভীররাতে (২৯ আগস্ট) গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৪–এর একটি দল রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় অভিযান চালায়। এ সময় অপহৃত শিশু ইব্রাহিমকে জীবিত উদ্ধার করা হয় এবং অপহরণকারী মতিনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

১০ মাসের শিশু অপহরণের ১৫ ঘণ্টা পর উদ্ধার করল র‍্যাব, অপহরণকারী গ্রেফতার

আপডেট: ০৩:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর আদাবরে অভিযান চালিয়ে ১০ মাস বয়সী এক শিশুকে অপহরণের ১৫ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এ সময় অপহরণকারী আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৪–এর পক্ষ থেকে জানানো হয়,শিশুটি সাভার উপজেলার তেঁতুলঝড়া এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। শিশুটির নাম ইব্রাহিম।

র‍্যাবের ভাষ্য,শিশুটির বাবা একজন গার্মেন্টস কর্মী। প্রায় ৯ থেকে ১০ মাস ধরে একই ভবনে ভাড়াটিয়া হিসেবে থাকতেন অপহরণকারী মতিন ও ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে পরিবারের কেউ বাসায় না থাকার সুযোগে শিশু ইব্রাহিমকে অপহরণ করে নিয়ে যান মতিন। এরপর তিনি শিশুর বাবার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে শিশুকে মেরে ফেলার হুমকিও দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিশুর পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা করে। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রচারিত হলে র‍্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে।

শুক্রবার গভীররাতে (২৯ আগস্ট) গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৪–এর একটি দল রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় অভিযান চালায়। এ সময় অপহৃত শিশু ইব্রাহিমকে জীবিত উদ্ধার করা হয় এবং অপহরণকারী মতিনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।